□১২ মাসের দিবস মনে রাখার সূত্র:

□১২ মাসের দিবস মনে রাখার সূত্র:


জানুয়ারি-
* ২ জানুয়ারি জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে ১৫ জন ধর্ম গ্রহণ করে।
★ ২জানুয়ারি-জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস
★ ১৫ জানুয়ারি -বিশ্ব ধর্ম দিবস
ফেব্রুয়ারি-
*ফেব্রুয়ারি মাসে ২,৪ জন জলাভূমি ও ক্যান্সারে আক্রান্ত হয়।
★২ফেব্রুয়ারি - জলাভূমি দিবস
★৪ ফেব্রুয়ারি-ক্যান্সার দিবস
মার্চ-
* ৮ই মার্চের নারী দিবস উপলক্ষে ২১,২২,২৩,২৪ তারিখে বর্ণ বৈষম্য,পানি,আবহাওয়া ও যক্ষা নিয়ে ২৭ মার্চ পর্যন্ত নাটক চলে।
★৮মার্চ -নারী দিবস
★২১মার্চ-বর্ণ বৈষম্য দিবস
★২২মার্চ-পানি দিবস
★২৩মার্চ- আবহাওয়া দিবস
★২৪মার্চ-যক্ষা দিবস
★২৭ মার্চ-নাট্য দিবস
এপ্রিল-
* ২এপ্রিল অটিজম সচেতনতা দিবসে ৭ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে ২২ এপ্রিল ধরিত্রী সম্মেলনে পাঠানো হয়।
★২এপ্রিল-অটিজম সচেতনতা দিবস
★৭এপ্রিল-স্বাস্থ্য দিবস
★২২এপ্রিল-ধরিত্রী দিবস
মে-
*১ই মে শ্রমিকদের উন্নয়নের জন্য ৮ জন রেডক্রস সদস্য শান্তিরক্ষা মিশনের ২৯ জন সদস্যকে নিয়ে ৩১ জেলাকে তামাক মুক্ত করে।
★১ মে- শ্রমিক দিবস
★৮ মে-রেডক্রস দিবস
★২৯ মে-জাতিসংঘের শান্তিরক্ষা দিবস
★৩১ মে- তামাক মুক্ত দিবস
জুন-
*১ই জুন শিশু দিবসে ৫ জন পরিবেশবিদ ২৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে।
★১ জুন-শিশু দিবস
★৫ জুন-পরিবেশ দিবস
★২৬ জুন-মাদক বিরোধী দিবস
জুলাই-
*১১ই জুলাই জনসংখ্যা দিবসের পরের দিন মালালা হয় এবং ১৮ই জুলাই ম্যাণ্ডেলা হয়।
★১১ জুলাই-জনসংখ্যা দিবস
★১২জুলাই-মালালা দিবস
★১৮জুলাই-নেলসন ম্যান্ডেলা দিবস
আগস্ট-
*প্রতিবছর আগস্ট মাসে ১ জন মাতৃদুগ্ধ শিশুসসহ ৯ জন আদিবাসী নিহত হয়।
★১আগস্ট -মাতৃদুগ্ধ দিবস
★৯আগস্ট -আদিবাসী দিবস
সেপ্টেম্বর-
*৮ই সেপ্টেম্বর সাক্ষরতা দিবসে ১৫ টি গনতান্ত্রিক রাষ্ট্রের ১৬ কেজি ওজনের ২১ জন শান্তির দূত ২৭ টি পর্যটন কেন্দ্র ভ্রমণ করেন।
★৮ সেপ্টেম্বর-সাক্ষরতা দিবস
★১৫ সেপ্টেম্বর-গণতন্ত্র দিবস
★১৬ সেপ্টেম্বর-ওজনস্তর দিবস
★২১ সেপ্টেম্বর-শান্তি দিবস
★২৭ সেপ্টেম্বর-পর্যটন দিবস
অক্টোবর -
*অক্টোবরে ১জন প্রবীণ, ২জন অহিংসা ও ৫জন শিক্ষক ১৪,১৫,১৬,১৭ তারিখে মানের জন্য সাদা খাদ্য খেয়ে দারিদ্র দূর করার কারণে ২৪ তারিখ জাতিসংঘ তাদেরকে পুরষ্কিত করে।
★১ অক্টোবর-প্রবীণ দিবস
★২ অক্টোবর-অহিংসা দিবস
★৫ অক্টোবর-শিক্ষক দিবস
★১৪ অক্টোবর-মান দিবস
★১৫ অক্টোবর-সাদা ছড়ি দিবস
★১৬ অক্টোবর-খাদ্য দিবস
★১৭ অক্টোবর-দারিদ্র দূরীকরণ দিবস
★২৪ অক্টোবর-জাতিসংঘ দিবস
নভেম্বর-
*১৪ই নভেম্বর ডায়াবেটিস দিবসে ১৭ জন শিক্ষার্থী মিলে ২৫ জন নারীকে প্রতিরোধ করে।
★১৪ নভেম্বর-ডায়াবেটিস দিবস
★১৭ নভেম্বর- শিক্ষার্থী দিবস
★২৫ নভেম্বর- নারী নির্যাতন প্রতিরোধ দিবস
ডিসেম্বর-
*ডিসেম্বরে ১জন AIDS রুগী, ৩ জন প্রতিবন্ধী, ৯জন দূর্নীতিবাজ ও ১০ জন মানবাধিকার কর্মী নিহত হয়।
★১ ডিসেম্বর-AIDS দিবস
★৩ ডিসেম্বর-প্রতিবন্ধী দিবস
★৯ ডিসেম্বর-দূর্নীতি বিরোধী দিবস
★১০ ডিসেম্বর- মানবাধিকার দিবস

No comments