Transportation Engineering


BPSC পরীক্ষার জন্য ডিপার্টমেন্ট ভিত্তিক ধারাবাহিক পোষ্ট।

বিষয়ঃ ট্রান্সফোর্টেশন ইঞ্জিনিয়ারিং
পোষ্ট নং : - 1

১. যে পদ্ধতিতে পাতাল রেলপথ কাটা হয় তাকে কি বলে?
★ কাটা বা ঢাকা পদ্ধতি


২. শ্যাফট কত প্রকার?
★ দুই প্রকার


৩. সুড়ঙ্গে কর্মরত শ্রমিকের জন্য কত ঘনমিটার বাতাস
প্রবাহ রাখতে হয়?
★ ৬ থেকে ১৫ ঘনমিটার


৪. সুড়ঙ্গ পথে বায়ু প্রবাহের পদ্ধতি কয়টি?
★ ২ টি


৫. ফ্রান্সে মন্টসিনাল টানেল টির দৈর্ঘ্য কত?
★ ১২৭০০ মিটার


৬. মন্টসিনাল টানেল টির আকার কত?
★ ৮ x ৭.৫ মিটার


৭. মন্টসিনাল টানেল টি আকৃতি কেমন?
★ অশ্বক্ষুরাকৃতির


৮. একটি গ্যাং এর দায়িত্বে যে থাকে তাকে কি বলে?
★ গ্যাংমেট


৯. গ্যাংমেটের অধঃস্তন ব্যাক্তি কে কি বলে?
★ কি ম্যান


১০. স্লিপারের নিচে পাথর ও ব্যালাস্ট কে গুতিয়ে ভিতরে প্রবেশ
করানোকে কি বলে?
★ প্যাকিং


১১. ৯০ মিটার দৈর্ঘের একটি ট্রাক রক্ষনাবেক্ষন করার
জন্য কয়জন গ্যাং ম্যানের প্রয়োজন হয়?
★ ১ জন


১২. একটি গ্যাং এ কতজন কর্মী কাজ করে?
★ ৯ থেকে ১০ জন


১৩. স্প্যান ৬ মিটারের অধিক হলে তাকে কি বলে?
★ সেতু


১৪. স্প্যান ৬ মিটারের কম হলে তাকে কি বলা হয়?
★ কালভার্ট


১৫. নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করে ব্রিজ কত প্রকার?
★ ৩ প্রকার


১৬. কোনো নদীর সর্বোচ্চ বন্যাতল এবং গার্ডারের তলদেশ
পর্যন্ত দূরত্ব কে কি বলে?
★ ফ্রী - বোর্ড


১৭. দুটি পায়ার এবং সাপোর্টের মধ্যবর্তী দূরত্বকে কি বলে?
★ স্প্যান


১৮. বন্যার সময় ব্রিজের নিচ দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমান
পানি প্রবাহিত হয় তাকে কি বলে?
★ ফ্লাড ডির্সচার্জ


১৯. রেল ওয়ে ব্রিজে কত ধরনের লোড আসতে পারে?
★ ১৪ ধরনের


২০. হোম সিগনালের উচ্চতা কত?
★ ৭.৫ মি প্রায়

Transportation Engineering

২১. শান্টিং সিগনালের উচ্চতা কত?
★ ৬১ সে.মি প্রায়


২২. অবস্থানিক সিগন্যাল কত প্রকার?
★ ৪ প্রকার


২৩. TNC মানে কি?
★ Theoretical Nose of Crossing


২৪. ANC মানে কি?
★ Actual Nose of crossing


২৫. রেল ট্রাকের মূল রেল কে কি বলে?
★ স্টক রেল


২৬. রেল গাড়িকে এক রেল হতে অন্য রেলে স্থানান্তরিত করার
পদ্ধতি কে কি বলে?
★ পয়েন্ট এন্ড ক্রসিং


২৭. সুইচ কোনের সূত্র কোনটি?
★ হিল ক্লিয়ারেন্স / টাঙ্গ রেলের দৈর্ঘ্য


২৮. পয়েন্ট রেল এবং স্প্লাইস রেলের মধ্যবর্তী কোণ কে কি বলে?
★ ক্রসিং কোন।


২৯. ওয়াগন গ্রহণ , বাছাইকরন ও বন্টন কোন ইয়ার্ডের কাজ?
★ মার্শালিং ইয়ার্ডের


৩০. যেসব লাইনে বিভিন্ন লাইন এসে মিলিত হয় তাকে কি বলে?
★ স্ট্যাশন

No comments