Transportation Engineering
BPSC পরীক্ষার জন্য ডিপার্টমেন্ট ভিত্তিক ধারাবাহিক পোষ্ট।
বিষয়ঃ ট্রান্সফোর্টেশন ইঞ্জিনিয়ারিং
পোষ্ট নং : - 2
১. রিজিড পেভমেন্ট কাকে বলে?পোষ্ট নং : - 2
উওরঃ যে সকল পেভমেন্ট বেন্ডিং পিড়ন সহ্য করতে পারে এবং কাঠামোগত ভাবে অনমনীয় সে পেভমেন্টকে রিজিড পেভমেন্ট বলে।
২.রিজিড পেভমেন্ট নিমার্ণের ধাপগুলো কি কি?
উওরঃ সাব-গ্রেড প্রস্তুতকরণ, সাব-বেইজ প্রস্তুতকরণ, ফর্মা স্হাপন,কংক্রিট স্হাপন ও দৃঢ়করণ,ফিনিশিং,কিউরিং,ফর্মা অপসারণ, জয়েন্ট পূরণ করা
৩.WMM পূর্ণরুপ কি?
উওরঃ Wet Mix Macadam
Transportation Engineering |
৪. টাইবার ও ডাওয়েল বার রিজিড পেভমেন্টের কোন কোন জোড়ে ব্যবহার করা হয়?
উওরঃ টাইবার - লম্বালম্বি জোড়ে
ডাওয়েল বার - আড়াআড়ি জোড়ে
৫. রিজিড পেভমেন্ট নিমার্ণে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়?
উওরঃ সিমেন্ট (pcc),বালি(সিলে
ট,লোকাল),এগ্রিজের), রড
No comments